সৌমিত্র ও নাসিরউদ্দিন শাহ মুখোমুখি
সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরউদ্দিন শাহ—ভারতের চলচ্চিত্রের দুজন কিংবদন্তি অভিনেতা এবার মুখোমুখি। একই ছবিতে অভিনয় করছেন। ছবির নাম ‘দেবতার গ্রাস’। কলকাতায় এরই মধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে। গল্পে তাঁরা দুজন শহরের ডাকসাইটে উকিল। দুজন ভালো বন্ধু। আদালতে বিচারকের সামনে অন্য রূপে হাজির হচ্ছেন তাঁরা। শুরু হয় দুজনের আইনি লড়াই। মার্কিন নাট্যকার জেরোম লরেন্স আর রবার্ট ই লির লেখা নাটক ‘ইনহেরিট দ্য উইন্ড’ অবলম্বনে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। ছবির পরিচালক শৈবাল মিত্র জানিয়েছেন, হিঙ্গলগঞ্জ নামে এক ছোট্ট শহরের প্রেক্ষাপটে এই ছবির গল্প। সেখানের খ্রিষ্টান ধর্মাবলম্বী আদিবাসী সম্প্রদায়কে নিয়ে মূল কাহিনি। সেই এলাকায় কুনাল জোসেফের চরিত্র ঘিরেই পুরো ঘটনা আবর্তিত হয়েছে।
‘ইনহেরিট দ্য উইন্ড’ নাটকটি লেখা হয়েছে গত শতকের পঞ্চাশের দশকে। এমন নাটক নিয়ে চলচ্চিত্র তৈরি প্রসঙ্গে শৈবাল মিত্র বলেন, ‘আমরা কিন্তু আজকের ভারতের প্রেক্ষাপটে ছবির চিত্রনাট্য তৈরি করেছি।’ জানা গেছে, ১৩ থেকে ১৬ জানুয়ারি ‘দেবতার গ্রাস’ ছবির শুটিং হওয়ার কথা ছিল। নাসিরউদ্দিন শাহ শুটিংয়ের জন্য কলকাতা এসেছিলেন। কথা ছিল, শুটিং শেষ করে তিনি নাটকের কাজে আসাম যাবেন। কিন্তু কলকাতায় আসার পর তাঁর পিঠে খুব ব্যথা হয়। শেষ পর্যন্ত কোনো কাজ না করেই তিনি চিকিৎসার জন্য মুম্বাই ফিরে যান। এবার তিনি আবার এসেছেন।
‘দেবতার গ্রাস’ ছবিতে একজন আইনজীবী নাসিরউদ্দিন শাহ। তাঁর সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে শৈবাল মিত্র বলেন, ‘প্রথমে মুঠোফোনে নাসিরউদ্দিন শাহকে একটি মেসেজ পাঠাই। নাসিরউদ্দিন শাহ আগ্রহী হন। তিনি সঙ্গে সঙ্গে চিত্রনাট্য চেয়ে পাঠান। সেই চিত্রনাট্য পড়ার পর তিনি নিজে কিছু পরামর্শ দেন। কথা বলে মনে হলো, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করার অনেক দিনের ইচ্ছা তাঁর। তার ওপর এই নাটকটি তিনি ২০ বছর ধরে মঞ্চের জন্য চেষ্টা করেছেন। তাঁর পরামর্শে চিত্রনাট্যে কিছু পরিমার্জন করা হয়। চূড়ান্ত চিত্রনাট্য তাঁর খুব পছন্দ হয়েছে। এরপর ছবিটিতে কাজ করার ব্যাপারে তিনি “হ্যাঁ” বলেছেন।’
ছবিটি নিয়ে এর আগে সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, ‘ছবির চিত্রনাট্য আমার খুব ভালো লেগেছে। তা ছাড়া নাসিরউদ্দিন শাহর সঙ্গে অভিনয় করব—এ তো বিশাল ব্যাপার। আমি ছবিটার জন্য মুখিয়ে আছি।’
ছবিতে দিল্লির একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছেন কৌশিক সেন। বললেন, ‘নাসিরউদ্দিন শাহ শুধু একজন অভিনেতা নন, তিনি তা থেকে অনেক বেশি কিছু। আর উল্টো দিকে সৌমিত্র চট্টোপাধ্যায়, যিনি আমার আদর্শ, রোল মডেল আর গুরুদেব। সঙ্গে আছেন শৈবাল মিত্র। সব মিলিয়ে আমি খুবই উত্তেজিত।’
কোর্টরুম ড্রামার একটি অংশ শুট হচ্ছে ইনডোরে। বাকি অংশের শুটিং হবে বীরভূম, বাঁকুড়া আর পুরুলিয়ায়। পরিচালক জানালেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার জন্য বেশি দূরে আউটডোরের কথা ভাবা হয়নি। ‘দেবতার গ্রাস’ ছবিতে আরও অভিনয় করবেন অনসূয়া মজুমদার, পার্থপ্রতিম মজুমদার, শুভ্রজিৎ দত্ত, অমৃতা চট্টোপাধ্যায় প্রমুখ। সংগীত পরিচালনা করবেন তেজেন্দ্র নারায়ণ মজুমদার।