আবার সাব্বির নাসিরের গান
সাব্বির নাসির গত শতকের নব্বই দশকের গানের শিল্পী। অনেক দিন গান থেকে দূরে ছিলেন। আবার তিনি গান গেয়েছেন। তাঁর এবারের গানের শিরোনাম ‘তুমি যদি বলো’। গানটিতে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাসরিন নাসা। ‘তুমি যদি বলো’ গানটি প্রকাশ করেছে গাঙচিল। এরই মধ্যে গাঙচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে গানটি। ওয়েলকাম টিউন হিসেবে গানটি গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক ও এয়ারটেলে পাওয়া যাচ্ছে।
নাসরিন নাসা এর আগেও গান গেয়েছেন। পাশাপাশি ছোট পর্দায় অভিনয় করছেন। পড়াশোনা করছেন। নাসরিন নাসা এখন রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক চূড়ান্ত বর্ষের ছাত্রী।
গানে সাব্বির নাসিরের হাতেখড়ি ছোটবেলা থেকেই। একসময় খ্যাতিমান ওস্তাদদের কাছ থেকে তালিম নিয়েছেন। গান গাওয়ার পাশাপাশি তিনি লিড গিটার বাজান। ১৯৮৫ সাল থেকে তিনি ব্লুজ মিউজিক নিয়ে কাজ করছেন। অসংখ্য গানের সঙ্গে গিটার বাজিয়েছেন। সুফিবাদ নিয়েও ছিল তাঁর আগ্রহ। ১৯৯৮ সালে মেটামরফোসিস ব্যান্ডের সঙ্গে ‘জীর্ণ শহরে বৃষ্টি নামে’ অ্যালবামে কাজ করেছেন। জিম মরিসন আর মার্ক নফলারের দ্বারা প্রভাবিত হয়েছেন সব সময়। একসময় কিছু অভিমান নিয়ে মিউজিককে ছেড়ে চলে যান নিভৃতে। এরপর নিজেকে প্রতিষ্ঠিত করছেন করপোরেট ব্যক্তিত্ব হিসেবে। সমসাময়িক মিউজিশিয়ান আর বন্ধুদের অনুপ্রেরণায় আবার স্টুডিওতে ফিরেছেন। হাতে তুলে নিয়েছেন পুরোনো সেই গিটার।
‘তুমি যদি বলো’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন মুনতাসির তুষার। গানের কথা লিখেছেন তোফায়েল হোসেন। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ফাহিম আরেফিন।