চুক্তি স্বাক্ষর করে শুটিং শুরু
অবশেষে চুক্তি স্বাক্ষর করে শুরু হলো নতুন বছরের টেলিভিশন নাটকের শুটিং। নাট্যকার, পরিচালক, অভিনয়শিল্পীসহ সংশ্লিষ্টরা মিলে নেওয়া এই উদ্যোগ বাস্তবায়ন শুরু হয়ে গেছে এরই মধ্যে। বেশ কয়েক দিন আগে টেলিভিশন নাটকের সঙ্গে জড়িত ছয়টি সংগঠন ডিরেক্টরস গিল্ড, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, অভিনয়শিল্পী সংঘ, টেলিভিশন নাট্যকার সংঘ, ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন ও টেলিভিশন মিডিয়া মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন মিলে যৌথভাবে জানিয়েছিল, ১ জানুয়ারি থেকে সব শুটিং হবে চুক্তি স্বাক্ষর করে। তবে ১ জানুয়ারি ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের মিলনমেলা থাকায় সেদিন কোনো শুটিং হয়নি। তাই ২ জানুয়ারি শুরু হওয়া শুটিংয়ে হাজির হয়েছিলেন ডিরেক্টরস গিল্ড, অভিনয়শিল্পী সংঘ, টেলিভিশন নাট্যকার সংঘের নেতারা। তাঁরা উত্তরার বেশ কয়েকটি শুটিং বাড়ি ঘুরে পরিচালক, অভিনয়শিল্পী, মেকআপ আর্টিস্টসহ সংশ্লিষ্টদের চুক্তি স্বাক্ষর করান। এ সময় উপস্থিত ছিলেন ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক এস এ হক অলীক, সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন। অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান জর্জ, টেলিভিশন নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক এজাজ মুন্না এবং সাংগঠনিক সম্পাদক আজম খান।
চুক্তি স্বাক্ষর প্রসঙ্গে ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু বলেন, ‘আমরা উত্তরার বেশ কয়েকটি শুটিং বাড়ি ঘুরেছি। বিভিন্ন শুটিং বাড়িতে পরিচালকদের সঙ্গে অভিনয়শিল্পীদের চুক্তি স্বাক্ষর করিয়েছি। এই চুক্তি স্বাক্ষর করে শুটিং যেন নিয়মিত করা হয়, সে ব্যাপারে সবার সহযোগিতা চেয়েছি। যে রকম সাড়া পেলাম, আশা করছি এটা নিয়মিত হবে।’
তিনি জানান, চুক্তি স্বাক্ষর করে শুটিং শুরুর প্রথম দিনে বিভিন্ন শুটিং বাড়িতে ছিলেন অভিনয়শিল্পী আমিরুল হক চৌধুরী, রহমত আলী, মৌসুমি হামিদ, জামিল, আ খ ম হাসান, ইন্তেখাব দিনার, নাদিয়া, অপূর্ব, আবুল হায়াত, তাহসান, মাজনুন মিজানসহ অনেকেই। পরিচালকদের মধ্যে ছিলেন শিহাব শাহীন, মিজানুর রহমান আরিয়ান, ফরিদুল হাসান, ভিকি জাহেদ প্রমুখ।