'ঢাকা'র জন্য ভারতে 'থর'

ক্রিস হেমসওর্থ
ক্রিস হেমসওর্থ

কিছুদিন আগেই খবর বেরিয়েছিল মার্ভেলের জনপ্রিয় মুভি ফ্র্যাঞ্চাইজি ‘অ্যাভেঞ্জার্স’–এর অতিমানব ‘থর’ অভিনয় করছেন ‘ঢাকা’ নামের একটি হলিউড সিনেমায়। সে সময়ই ‘থর’ ওরফে ক্রিস হেমসওর্থের বাংলাদেশি ভক্তরা হয়ে ওঠেন রোমাঞ্চিত। ধারণা ছিল, যেহেতু ছবির নাম ‘ঢাকা’, তাই এতে বাংলাদেশেরও কোনো সম্পৃক্ততা থাকবে। কিন্তু বাংলাদেশি ভক্তদের এবার হতাশ হওয়ার পালা। কারণ, এ অভিনেতা ‘ঢাকা’ সিনেমার শুটিং করছেন ভারতে।

গত ২৮ অক্টোবর দলবল নিয়ে ভারতের আহমেদাবাদে আসেন ক্রিস হেমসওর্থ। জানা গেছে, টানা ১০ দিন ভারতে শুটিং করবেন, যাবেন মুম্বাইয়েও। সেখানে তাঁর সঙ্গে শুটিংয়ে যোগ দেবেন বলিউড অভিনেতা মনোজ বাজপায়ি ও রণদীপ হুদা।

‘ঢাকা’ নামের ছবিটি লিখেছেন ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’–এর অন্যতম পরিচালক জো রুশো। ছবিতে মনোজ বাজপায়িকে দেখা যাবে একজন কুখ্যাত সন্ত্রাসীর চরিত্রে, যাঁর ছেলে আততায়ীদের হাতে অপহৃত হয়। পরে ক্রিস হেমসওর্থ (যে চরিত্রে অভিনয় করছেন, সে চরিত্রের নাম বলা হয়নি) উদ্ধার করেন সেই ছেলেকে। ভারতে ১০ দিনের শুটিং শেষে ঢাকা দল যাবে থাইল্যান্ডে। এ ছবি তৈরি হচ্ছে ওয়েব প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের জন্য। এটি পরিচালনা করছেন স্যাম হারগ্রেভ। ইন্ডিয়া টাইমস