ভালো নেই সেলেনা
মন ভালো নেই সংগীতশিল্পী সেলেনা গোমেজের। গত কয়েক সপ্তাহের ব্যবধানে দুবার হাসপাতালে গেছেন এই সংগীতশিল্পী। এতে তিনি মানসিকভাবেও ভেঙে পড়েছেন। শিগগিরই মনোরোগ চিকিৎসকের কাছে যাওয়ারও পরিকল্পনা করছেন তিনি।
হাসপাতালে প্রতিবারের চিকিৎসায় সেলেনার রক্তের শ্বেতকণিকা কম ধরা পড়েছে। কিডনি প্রতিস্থাপন করা রোগীর এই পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। এ কারণে কয়েক সপ্তাহ ধরেই মানসিকভাবে সেলেনা বেশ বিপর্যস্ত ছিলেন। দুবার হাসপাতালে যাওয়ায় তিনি বেশ আতঙ্কগ্রস্তও হয়ে পড়েন। তাঁর কাছের লোকজন বলছেন, সেলেনা বুঝতে পেরেছেন যে তাঁর এই মানসিক বিপর্যস্ততার জন্য পরিবারের লোকজনের সাহায্য দরকার। পরিবারের লোকজনও তাঁর পাশে দাঁড়িয়েছেন, তাঁকে সাহায্য করছেন। এখন আগের চেয়ে সেলেনার অবস্থা ভালো এবং মানসিক চিকিৎসার জন্য শিগগিরই পুনর্বাসনকেন্দ্রে ভর্তি হবেন।
তাঁর এই মানসিকভাবে ভেঙে পড়ার বিষয়টি নজরে আসে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সাময়িক বিরতি নেওয়ার ঘোষণা দেওয়ার পর। তবে সেলেনার মানসিক রোগ এবারেই প্রথম ধরা পড়েনি। এর আগেও তিনি অবসাদ, বিষণ্নতা ও দুশ্চিন্তার কারণে গান থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন। অনেকে ধারণা করছেন, সম্প্রতি সাবেক প্রেমিক জাস্টিন বিবারের সঙ্গে হেইলি বল্ডউইনের বিয়েও তাঁর মানসিক যন্ত্রণার একটি কারণ হতে পারে।
গত বছরের মে মাসে কিডনি প্রতিস্থাপন করা হয় সেলেনার শরীরে। বেশ কিছুদিন সেলেনা তাঁর অস্ত্রোপচারের ব্যাপারটি গোপন রেখেছিলেন। গত সেপ্টেম্বরে তিনি ঘোষণা দেন যে লুপাস রোগে আক্রান্ত হওয়ায় তাঁর কিডনি প্রতিস্থাপন করতে হয়েছে। বান্ধবী অভিনেত্রী ফ্রান্সিয়া রেইসা তাঁকে একটি কিডনি দান করেছেন। পিপল