টুইটার থেকে বিরতি
সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে বেজায় বিরক্ত বলিউড অভিনেত্রী সোনম কাপুর। শেষমেশ টুইটার থেকে সরে যাওয়ারই সিদ্ধান্ত নিলেন তিনি। গতকাল টুইট করে বার্তা দিয়ে এই খুদে ব্লগ লেখার ওয়েবসাইটকে ‘নেতিবাচক’ বলে এখান থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিলেন তিনি।
টুইটে সোনম কাপুর লেখেন, ‘আমি কিছুদিনের জন্য টুইটার থেকে সরে যাচ্ছি। এটি খুবই নেতিবাচক একটি জায়গা। সবার জন্য শান্তি ও ভালোবাসা।’ তবে হঠাৎ করেই কেন এমন সিদ্ধান্ত নিলেন এই অভিনেত্রী, তার কিছুই জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বর্তমানে যেকোনো বিষয়ই নিয়ে ট্রোল হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। এই বিষয়কেই বেশ নেতিবাচকভাবে দেখছেন এই অভিনেত্রী। সেখান থেকেই বিরক্তির জন্ম দিয়েছে। সোনমের এই টুইটের দুই দিন আগেই একজন তাঁকে টুইটারে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন। সোনম কাপুর মুম্বাইয়ের দূষণ নিয়ে কথা বলেছিলেন। এতে তাঁকে উদ্দেশ করে একজন টুইট করে লেখেন, ‘এটা আপনাদের মতো অভিনেত্রীদের কারণে হচ্ছে, যারা গণপরিবহনে না চলাচল করে, না জ্বালানি খরচ হওয়া যানবাহনও কমায়। আপনি জানেন যে আপনার আয়েশি গাড়ি প্রতি তিন থেকে চার কিলোমিটার যাওয়ার জ্বালানি এবং আপনার বাসার শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রও বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী। আগে নিজেদের দূষণগুলো কমান।’
সোনমও ওই ভদ্রলোকের টুইটের উত্তর দেন। তবে তিনি যে এই ব্যক্তিগত আক্রমণকে খুব ভালোভাবে নেননি, এ সত্যি। এ ছাড়া আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সোনম বিভিন্ন ইস্যুতে ট্রলড হয়েছেন। এই সবকিছু নিয়েই তিনি বিরক্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ট্রল হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে কাউকে হেয়প্রতিপন্ন করে পোস্ট দেওয়া। তবে এই অভিনেত্রী ইনস্টাগ্রামে বেশ তৎপর। নিয়মিত পোস্ট দিচ্ছেন। তাঁকে দেখা যাবে দ্য জোয়া ফ্যাক্টর ছবিতে। সূত্র: হিন্দুস্তান টাইমস