বাবার সুরে মেয়ের অ্যালবাম
বাবা প্রয়াত বংশীবাদক ও সংগীতশিল্পী বারী সিদ্দিকীর করে যাওয়া সুরে ‘আত্মাদেবী’ শিরোনামে একক অ্যালবাম করলেন মেয়ে এলমা সিদ্দিকী। গত শুক্রবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্সে প্রকাশনা অনুষ্ঠান হয় অ্যালবামটির।
অডিও ও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোলের ব্যানারে অ্যালবামটিতে পাঁচটি মৌলিক গান আছে। গানগুলো লিখেছেন দেলোয়ার আরজুদা। এর মধ্যে চারটি গানের সুর করেছেন বারী সিদ্দিকী। একটি গানের সুর এলমার। সব গানের সংগীত করেছেন মুশফিক লিটু।
এটি এলমার দ্বিতীয় অ্যালবাম। তিনি বলেন, ‘কথা ছিল বাবা আমার জন্য কিছু গানে সুর করবেন। কিন্তু করে যেতে পারেননি। এই গানগুলো বাবা তাঁর নিজের জন্যই সুর করেছিলেন। ডেমোও দিয়েছিলেন। যে কারণে আমার কাছে এটি স্বপ্ন মনে হচ্ছে। এটি আমার অ্যালবাম নয়, বাবার। আবার অ্যালবামে একটি গানে আমি সুর করেছি, তাই এটি আমারও অ্যালবাম।’
বাংলারঢোল থেকে জানানো হয়েছে, বারী সিদ্দিকীর প্রতি সম্মান রাখতে অ্যালবামে দুটি ধরন রাখা হয়েছে। একটিতে বারী সিদ্দিকীর ডেমো কণ্ঠের সঙ্গে দ্বৈত গেয়েছেন এলমা। আর অন্যটিতে গেয়েছেন এলমা।
বাংলারঢোল ইউটিউব চ্যানেলে লিরিক ভিডিওর পাশাপাশি অ্যালবামের গানগুলো শোনা যাবে বাংলাফ্লিক্স ও টেলিফ্লিক্সে।