বলিউডের ছবি শেয়ারবাজারে!
হিন্দি ছবির দুনিয়ায় নানা কিছু নিয়ে চলছে প্রতিযোগিতা। একে অপরকে কীভাবে টেক্কা দেওয়া যায়, তার অভিনব সব কৌশল প্রযোজকদের মাথায়। এবার তার প্রমাণ দিলেন প্রযোজক মধুর ভোজওয়ানি, মনীষা ও নিখিল আদবানিরা। গত মঙ্গলবার তাঁদের প্রযোজিত 'বাজার' ছবির ট্রেলার মুক্তি পায় বোম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই)। বলিউডের ইতিহাসে প্রথম কোনো ছবি এখানে মুক্তি পেয়েছে। বিএসই ভারতীয় অর্থনীতির হৃৎপিণ্ড। এখান থেকেই দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করা হয়। বিএসইর গর্ভ থেকে টাটা, বিড়লা, আম্বানির মতো বিজনেস টাইফুনদের জন্ম। তবে এবার এখান থেকে কোনো শিল্পপতি নয়, ফিল্ম ইন্ডাস্ট্রিতে যুক্ত হলেন একজন নতুন অভিনয়শিল্পী। প্রয়াত বরেণ্য অভিনেতা বিনোদ মেহরার ছেলে রোহন মেহরা ‘বাজার’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখছেন। নবাগত পরিচালক গৌরব কে চাওলা পরিচালিত ‘বাজার’ ছবিতে আছেন সাইফ আলী খান, রাধিকা আপ্তে ও চিত্রাঙ্গদা সিং।
শেয়ারবাজারের প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে ‘বাজার’ ছবিটি। এই ছবিতে দেখা যাবে এক তরুণের উত্থানের গল্প। আর এখানে সাইফ আলী খান একজন দাপুটে শিল্পপতি। সেদিন বোম্বে স্টক এক্সচেঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে বলিউডের এই তারকা বলেন, ‘শুধু স্টক মার্কেট নিয়ে নয়, একজন মানুষের সাদা-কালো দুই দিক দেখা যাবে এই ছবিতে। এখানে আমি গুজরাটের একজন ব্যবসায়ী। তাই আমাকে গুজরাটের ভাষা শিখতে হয়েছে।’
চলচ্চিত্রে ইদানীং সাইফ আলী খানকে কম দেখা যায়, ও প্রসঙ্গে তিনি বলেন, ‘আগে অর্থের জন্য সিনেমা করতাম। কিন্তু এখন শুধু অর্থের জন্য ছবি করি না। চিত্রনাট্য দেখে ছবি নির্বাচন করি। এই সময়টা হিন্দি ছবির জন্য ইতিবাচক। এখন ভালো ভালো কনটেন্ট নিয়ে ছবি হচ্ছে। আমরা খুব ভাগ্যবান, ভালো ভালো ছবিতে কাজ করার সুযোগ পাচ্ছি।’
বাবা অভিনেতা বিনোদ মেহেরাকে নিয়ে রোহন বলেন, ‘আজ বাবা বেঁচে থাকলে নিশ্চয়ই আমাকে সব দিক থেকে সহযোগিতা করতেন। আমি খুব ভাগ্যবান, কারণ আমি মেহরা পরিবারের সদস্য। বলিউডের সঙ্গে যুক্ত হতে আমি নিজেই চেয়েছি। মা কখনো আমাকে চাপ দেননি।’
২৬ অক্টোবর মুক্তি পাবে ‘বাজার’ ছবিটি।