সেরা ১০ সুন্দরী চূড়ান্ত
কয়েক দিনের চুলচেরা বিশ্লেষণের পর সেরা সুন্দরী হিসেবে ১০ জনকে বাছাই করেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার বিচারকেরা। কয়েক প্রতিযোগীর মধ্য থেকে এই ১০ জন চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন আয়োজন প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। তবে নির্বাচিত ১০ প্রতিযোগীর নামটা এখনই বলতে চাইছে না কর্তৃপক্ষ।
কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই এবার শুরু হয় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’। গত ১৬ সেপ্টেম্বর সকাল থেকে রাজধানীর এফডিসিতে শুরু হয় অডিশন রাউন্ড। এবারের বাছাই কার্যক্রমে বিচারক হিসেবে ছিলেন সংগীতশিল্পী শুভ্র দেব, অভিনেত্রী তারিন, মডেল খালেদ সুজন, মডেল ইমি ও ব্যারিস্টার ফারাবী। জানা গেছে, গ্র্যান্ড ফিনালেও তাঁরাই বিচারকার্য পরিচালনা করবেন। তবে গ্র্যান্ড ফিনালেতে আইকন বিচারকেরা যোগ দেবেন। সেদিন কে কে থাকবেন, তাঁদের নাম এখনই প্রকাশ করতে চান না আয়োজকেরা।
স্বপন জানান, ২৬ সেপ্টেম্বর থেকে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ কার্যক্রম নিয়ে নির্মিত অনুষ্ঠান টেলিভিশনে প্রচার শুরু হবে। আর অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। যিনি ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হবেন, তিনি ৭ ডিসেম্বর চীনে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নেবেন।
এবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রেজেন্ট করছে ডায়মন্ড ওয়ার্ল্ড। পাওয়ারড বাই স্পনসর প্রেমস কালেকশন। আয়োজনটির টেলিভিশন পার্টনার এটিএন বাংলা। এই আয়োজন নিয়ে তৈরি অনুষ্ঠান প্রচারিত হবে এটিএন বাংলায়।
গতবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নিয়ে সমালোচনা তৈরি হয়। শুরুতে যাঁর নাম ঘোষণা করা হয়, পরে সংবাদ সম্মেলন করে নতুন আরেকজনকে বিজয়ী ঘোষণা করা হয়। তথ্য গোপন করার পাশাপাশি বিচারকদের ভোটের পার্থক্যের কারণে এমনটা করতে বাধ্য হয় আয়োজক প্রতিষ্ঠান। তাই এবার আয়োজকেরা একটু কঠোর। বাছাইয়ের শুরুতে তাঁরা ঘোষণা দেন, এবার যদি কোনো প্রতিযোগী মিথ্যা তথ্য দেন কিংবা তথ্য গোপন করেন, পরে তা প্রমাণিত হলে সেই প্রতিযোগীকে ১০ লাখ টাকা জরিমানা করা হবে। গত বছর মিথ্যা তথ্য দেওয়ার কারণে বিভ্রান্তি হয়েছিল। এবার কেউ মিথ্যা তথ্য দিয়ে নিবন্ধন করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ‘আমরা নিজস্ব লোকজন এবং সংস্থার মাধ্যমে অংশগ্রহণকারীদের তথ্য যাচাই-বাছাই করছি।’
‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী বিবাহিত কিংবা সন্তানের মা হয়েছেন—এমন কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। কিন্তু গত বছর যাঁকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ঘোষণা করা হয়, সেই জান্নাতুল নাঈম এভ্রিলের বিরুদ্ধে তথ্য গোপনের প্রমাণ পাওয়া যায়। পরে তাঁকে বাদ দিয়ে প্রতিযোগিতার প্রথম রানারআপ জেসিয়া ইসলামকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ঘোষণা করা হয়। ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেন জেসিয়া ইসলাম।
অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, ‘সেপ্টেম্বরের মধ্যেই মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় নাম পাঠাতে হয়। তাই আমরা এবারের আয়োজন দ্রুত সময়ের মধ্যে সেরে নিয়েছি।’