আলিয়ার স্বপ্নপূরণ
১৯৯৯ সালে সংঘর্ষ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল আলিয়া ভাটের। আর সে বছরেই পরিচালনা থেকে হাত গুটিয়ে ফেললেন আলিয়ার স্বপ্নের পরিচালক। প্রিয় পরিচালকের ছবিতে কাজ পেতে পেরিয়ে গেল দীর্ঘ ১৯ বছর। স্বপ্নপূরণের এই ছবির নাম সড়ক ২। সেখানে থাকছেন আলিয়াও। ছবির পরিচালক আলিয়ারই বাবা মহেশ ভাট।
মহেশ ভাটের জন্মদিন ছিল ২০ সেপ্টেম্বর। বাবার জন্মদিনে একটি ইনস্টাগ্রাম পোস্ট দেন আলিয়া। সেখানেই জানান তাঁর এই স্বপ্নপূরণের কথা। আলিয়া ইনস্টাগ্রামে লেখেন, ‘তোমার ৭০ তম জন্মদিনে সবচেয়ে সেরা উপহার দিলে আমায়। যার জন্য আমি মুখিয়ে থাকতাম, দেখতাম স্বপ্ন। তোমার পরিচালনায় অভিনয় করব আমি! স্বপ্নের সড়ক ২ ছবি তবে সত্যি হচ্ছে। আমি ভাবতাম, এটা কখনোই সম্ভব না, তা-ই তুমি সম্ভব করে দেখালে। আমার হৃদয় থেকে তোমায় ধন্যবাদ জানাই। এটা হতে যাচ্ছে বাবা ও মেয়ের জীবন, সিনেমা ও অনুভূতিগুলো খুঁজে বের করার একটা সত্যিকারের যাত্রা। আমি তোমায় ভালোবাসি। শুভ জন্মদিন।’
আলিয়ার এ ঘোষণায় স্পষ্ট সড়ক-এর সিক্যুয়েল হচ্ছে। এই ছবিতেও থাকছেন সে সময়ের ওই সিনেমার জনপ্রিয় দুই অভিনেতা সঞ্জয় দত্ত ও আলিয়ার বড় বোন পূজা ভাট। থাকছেন আদিত্য রায় কাপুরও। ১৯৯১ সালে সড়ক সিনেমাটি একজন ট্যাক্সিচালক ও একজন পতিতার প্রেমের গল্প নিয়ে। মহেশ ভাট বলেন, ‘মাকড়সা তার নিজের শরীর থেকেই সুতা বের করে ঘর বোনে। সড়ক ২-এর গল্পও আমার জীবন থেকে বেরিয়ে এসেছে। এটা জীবনযাপন, ভালোবাসা এবং প্রিয়জনকে হারানোর যন্ত্রণার সিনেমা।’
সবশেষ ১৯৯৯ সালে মহেশ ভাট সিনেমা পরিচালনা করেন। শেষ সিনেমা ছিল সঞ্জয় দত্ত অভিনীত কার্তুজ। সড়ক ২ নিয়ে সঞ্জয় দত্তও টুইট করেছেন। গর্বিত তিনি এমনই একটি প্রকল্পের সঙ্গী হতে পেরে। প্রযোজক মুকেশ ভাটও বেশ আবেগাপ্লুত মহেশ ভাটের ফিরে আসায়। তিনি বলেন, ‘বিশেষ ফিল্মের ব্যানারে ৩২ বছরের সিনেমা নির্মাণের ইতিহাসে সড়ক আমার হৃদয়ের একটি বিশেষ জায়গা জুড়ে আছে। আমার গ্ল্যাডিয়েটর মহেশ ভাট আবার তাঁর মাঠে ফিরে এসেছেন।’
খুব শিগগির শুরু হয়ে যাবে সড়ক ২ সিনেমার কাজ। এটি মুক্তি পাবে ২০২০ সালের ২৫ মার্চ। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।