কলকাতায় 'নেকাব', বাংলাদেশে মুক্তি পিছিয়েছে
শাকিব খান অভিনীত ‘নেকাব’ সিনেমাটি গত শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের প্রায় ১০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মাসখানেক আগে থেকে বলা হচ্ছিল, রাজীব বিশ্বাস পরিচালিত কলকাতার এই সিনেমা আমদানি করে একই সঙ্গে বাংলাদেশেও মুক্তি দেওয়া হবে। কিন্তু বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে সঠিক সময়ে সিনেমাটি আমদানির অনুমোদনের চিঠি পাওয়া যায়নি। ফলে একই সঙ্গে বাংলাদেশে মুক্তি পেল না নেকাব।
এ প্রসঙ্গে ছবিটির বাংলাদেশে আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ বলেন, ‘নির্ধারিত দিনে দুই বাংলায় একই সঙ্গে নেকাব মুক্তির কথা ছিল। কিন্তু তথ্য মন্ত্রণালয়ের আমলাতান্ত্রিক জটিলতায় আমদানির অনুমোদনের চিঠি পেতে দেরি হয়েছে। গত বৃহস্পতিবার সকালে চিঠি পেয়েছি। এত অল্প সময় হাতে নিয়ে মুক্তি দেওয়া গেল না।’
তবে আবদুল আজিজ জানান, বাংলাদেশে সিনেমাটির মুক্তির নতুন তারিখ ২৮ সেপ্টেম্বর ঠিক করা হয়েছে। নেকাব সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্মের (এসভিএফ) অন্যতম কর্ণধার রবি শর্মা কলকাতা থেকে মুঠোফোনে বলেন, এখানে প্রায় ১০০ হলে নেকাব মুক্তি পেয়েছে।
ছবিটিতে শাকিব খানের দুই নায়িকা চরিত্রে অভিনয় করেছেন কলকাতার নুসরাত জাহান ও সায়ন্তিকা।