'মজার চিত্রনাট্য দেন, এখনই অভিনয় করব'
আজ রাত ৯টায় গাজী টিভিতে প্রচারিত হবে নাটক ‘সাজানো বনবাস’। মাতিয়া বানু শুকুর চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আশনা হাবীব ভাবনা। নাটকসহ বেশ কিছু প্রসঙ্গে কথা বলেছেন তিনি।
‘সাজানো বনবাস’ নাটকে আপনার সহশিল্পী ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রের নায়ক ইয়াশ রোহান। কেমন হলো অভিজ্ঞতা?
মজার অভিজ্ঞতা হয়েছে। এই প্রথম আমি একেবারে সমবয়সী একজন নায়কের বিপরীতে অভিনয় করলাম। আমরা রীতিমতো বন্ধু হয়ে গেছি। কাজটাও এ কারণে ভালো হয়েছে।
নাটকে চিরকুটের একটা গান আছে।
হ্যাঁ, গানটা খুবই সুন্দর। অনেক যত্ন নিয়ে গানটা করেছে চিরকুটের সবাই। আমার ধারণা, গানটা সবাই পছন্দ করবেন।
নাটকের গল্প কী?
সদ্য বিয়ে হওয়া এক দম্পতির গল্প। তারা এক অফিসে চাকরি করে। হুট করে বিয়ের সিদ্ধান্ত নেয় দুজন। কিন্তু সমস্যা বাধে অন্য জায়গায়। এ জন্য নাটকটা দেখতে হবে।
আপনার প্রেমের গুঞ্জন শোনা যায়। বিয়ে করার পরিকল্পনা কবে?
প্রথমেই বলি, আমি প্রেম করছি না। আর বিয়ের পরিকল্পনা এখন নেই। আগে পড়াশোনা শেষ করব, তারপর বিয়ে নিয়ে ভাবব। মাঝে ভালো ভালো কিছু কাজ করার ইচ্ছা আছে।
‘ভয়ংকর সুন্দর’-এর পর আপনাকে নতুন কোনো ছবিতে দেখা যাচ্ছে না কেন?
আমাকে এখনই একটা মজার চিত্রনাট্য দেন, এখনই অভিনয় করব। আসলে আমার ক্যারিয়ারের গ্রাফটা তো অন্য রকম। আমাকে প্রচুর সিনেমা করতে হবে এমন না। আমার লক্ষ্য বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করা। যেটা নাটকে করার চেষ্টা করি, সিনেমাতেও করতে চাই।
‘ভয়ংকর সুন্দর’-এর সমালোচনা শুনে কী মনে হয়েছিল?
আমি ভালো ভালো আলোচনা পড়েছি। সমালোচনাগুলো পড়িনি। জানিও না।
আপনার ফোনে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশিবার কাকে ডায়াল করেছেন?
আমার মা ও ছোট বোন অনন্যাকে।
ধরুন আপনি প্রযোজক, অনিমেষ আইচ (নির্মাতা) নায়ক হলে নায়িকা হিসেবে কাকে নেবেন?
আমি অনিমেষ আইচকে কখনো নায়ক হিসেবে নিতে চাই না।