কালবৈশাখী না এলে যেন বৈশাখ পূর্ণতা পায় না। কথাটা যেন আমাদের জন্য সত্য। বৈশাখের আগের রাতে আমাদের স্টল যখন তৈরি, তখনই ঝড় এসে সব তছনছ করে দিল। সারা রাত ধরে আবার কাজ করলাম স্টল গোছাতে। বান্ধবীরা পিঠা বানাল। কষ্ট হলেও একই কাজ আবারও করার যে চ্যালেঞ্জ ছিল, তা শেষ করতে পারাটাই বুঝি আনন্দ।
প্রতিবছরই পয়লা বৈশাখে আমাদের ক্যাম্পাসে মেলার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগই অংশ নেয়। এরই ধারাবাহিকতায় এ বছরও মেলা আয়োজিত হয় আমাদের বিশ্ববিদ্যালয়ে।
মেলায় আমাদের স্টলে বাইশ রকমের বাহারি পিঠা, বিভিন্ন ফলের শরবত ও অন্যান্য খাবার ছিল। দেশের মানুষের সংস্কৃতি ও রুচিবোধের সঙ্গে মিল রেখে আমরা এ ধরনের পণ্য নিয়ে স্টল সাজাই। লাভ করা আমাদের উদ্দেশ্য ছিল না। আমরা চেয়েছিলাম প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী পিঠাগুলোকে সবার কাছে পৌঁছে দিতে। এ মেলায় যে অভিজ্ঞতা হলো, তা কাজে লাগিয়ে এ রকম উদ্যোগকে আরও বিস্তৃত করতে চাই।
মুশফিকুশ সালেহীন : হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ