নিম্নমুখী প্রবণতায় লেনদেন
সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন হচ্ছে দেশের দুই পুঁজিবাজারে।
আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে দুপুর ১২টা পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২২ পয়েন্ট।
একই সময় পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৫১ পয়েন্ট। তা ১৭ হাজার ৫৩৪ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের পরিমাণ ২২৭ কোটি ১৯ লাখ টাকা। যা গত কার্যদিবসের চেয়ে কিছুটা কম। গত কার্যদিবস এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ২৪৩ কোটি ৩৬ লাখ টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪টির। কমেছে ১৬৬টির। অপরিবর্তিত ৬৮টির দর।
দুপুর ১২টা পর্যন্ত লেনদেনের শীর্ষে রয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, মুন্নু সিরামিকস, ফরচুন সুজ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, লিগ্যাসি ফুটওয়্যার, ন্যাশনাল পলিমার, সোনার বাংলা ইনস্যুরেন্স, মুন্নু স্টাফলার ও ইস্টার্ন ইনস্যুরেন্স।
গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৭৪৫ পয়েন্টে। মোট লেনদেন হয় ৬৮৪ কোটি ৪৮ লাখ টাকা।
অন্যদিকে, সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৭ হাজার ৫৮৫ পয়েন্টে।