দগ্ধদের চিকিৎসায় ২৫ লাখ টাকা ডিসিসিআই ফাউন্ডেশনের
পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে আহত লোকজনের চিকিৎসায় ২৫ টাকা লাখ টাকার সহায়তা দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ফাউন্ডেশন। তাদের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে এ সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
চকবাজারে গত বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জনের মৃত্যু হয়। শনিবার ডিসিসিআই ফাউন্ডেশন এ সহায়তার কথা জানায়। এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। ডিসিসিআই ফাউন্ডেশন এই ঘটনায় অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।
একই সঙ্গে ডিসিসিআই ফাউন্ডেশন বলেছে, সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে সমন্বিত উদ্যোগের মাধ্যমে স্থায়ী সমাধানে আসতে না পারলে ২০১০ সালে নিমতলীতে ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি আবারও ঘটতে পারে। ডিসিসিআই ফাউন্ডেশন মনে করে, কেমিক্যাল এমন একটি দাহ্য পদার্থ যে, এর পরিবহন, ব্যবসা ও গুদামজাত ব্যবস্থা অবশ্যই পরিকল্পিতভাবে হতে হবে। তা ছাড়া একই ভবনে কেমিক্যাল ব্যবসা পরিচালনা, গুদামজাত ও বসবাস অগ্নিকাণ্ড এবং হতাহতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
ডিসিসিআই ফাউন্ডেশন বলেছে, নিমতলীর পর চকবাজারই যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ভয়াবহ অগ্নিকাণ্ডের সর্বশেষ উদাহরণ হয়, আর এ জন্য সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে তারা।