বাউয়েট বন্ধুসভার উদ্যোগে এতিমদের মধ্যে ইফতার

২৩ মে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে স্থানীয় টুনিপাড়া রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মো. আশরাফুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. সাইফুল ইসলাম, বন্ধুসভার উপদেষ্টা ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ নাজমুল হুদা, মাদ্রাসার প্রিন্সিপ্যাল নাঈম, শিক্ষক শহিদুল ইসলাম, বাউয়েট বন্ধুসভার সভাপতি নোমান আল নাজমী মাহনি, সহসভাপতি নাইমুল হকসহ বাউয়েট বন্ধুসভার অন্য সদস্যরা।