গাঁও-গেরামের টান
টাপুরটুপুর শব্দ শোনে
নৃত্য করে ব্যাঙ
বৃষ্টি পেয়ে কাদাজলে
করে ঘ্যাঙরঘ্যাঙ।
খোকন সোনা দাদুর কানে
চুপিসারে কয়
বাইরে এসব কিসের আওয়াজ
লাগছে আমার ভয়।
মুচকি হেসে দাদু বলেন
কোরো নাকো ভয়
বর্ষাকালে গাঁও-গেরামে
ঘ্যাঙরঘ্যাঙর হয়।
ব্যাঙে করে ঘ্যাঙরঘ্যাঙর
পাখি ধরে গান
তাই তো তোমার বাবার মনে
গাঁও-গেরামের টান।