বাংলা নববর্ষ
নতুন বছর এলে জাগে
মনে নতুন আশা
নতুন কিছু পাবার জন্যে
লাগে ভালোবাসা।
বাংলা নববর্ষ এলে
চৈত্র মাসের পরে
উৎসবেরই ধুম পড়ে যায়
বাঙালিদের ঘরে।
জমিদারে পুণ্যাহ প্রথায়
খাজনা নিত তুলে
ব্যবসায়ীরা হিসাব মেটায়
হালখাতাটা খুলে।
গ্রামে গ্রামে শহরে শহরে
বসে কত মেলা
বাংলা গানে মন যে ভরে
কাটে সারা বেলা।