ভালোবাসা দিবসে অসহায় পথশিশুদের পাশে গোপালগঞ্জসভা
১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে গোপালগঞ্জ শহরের ৬২ জন এতিম ও পথশিশুর সঙ্গে নিয়ে একটি ব্যতিক্রমধর্মী আয়োজন করেন। এই শহরেই ঘুরে বেড়ায় ওরা। ওদের সঙ্গে ভালোবাসা ভাগ করে নেন বন্ধুরা। ওদের মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করেন। ১১০ জনের জন্য নাশতার ব্যবস্থা করা হয়।

কিছু দুস্থ মহিলার সঙ্গে কথা হয়। তাঁরা শহরেই ভিক্ষা করেন। বন্ধুদের অনেককে চেনেন। মারজান নামের একজন বলেন, ‘আমরা যেন তাঁদের পাশে সব সময় থাকি।’
সভাপতি ইনজারুল হক তাঁদের আশ্বাস দিয়ে বলেন, ‘আমরা মাঝেমধ্যেই আসব আপনাদের সঙ্গে দেখা করতে। আপনাদের জন্য কিছু করতে পেরে আমরাও খুশি।’ কথা শেষে এঁদের সবাইকে নাশতা দেওয়া হয়।

সভাপতি ইনজারুল হক শহরের পথশিশুদের একটি তালিকা করা নিয়ে আলোচনা করেন এবং তালিকার দায়িত্ব দেন ফাহিম সোলাইমান, স্বদেশ, কাজি সুরাইয়া ও সাদিয়া এ সিকদার মাহবুবকে। অনুষ্ঠান সম্পর্কে সাধারণ সম্পাদক আশিকুর রহমান বলেন, ‘সমাজের সব থেকে বঞ্চিত হলো পথশিশুরা। তাদের থাকার কথা ছিল মায়ের আঁচল তলে। ওরাই এখন পথে পথে ঘুরে বেড়ায় একবেলা অন্নের জন্য। ওদের মুখে হাসি ফোটাতে পেরে নিজেদের গর্বিত মনে হচ্ছে।’

এই আয়োজনে উপস্থিত ছিলেন সভাপতি ইনজারুল হক, সহসভাপতি অনিমেশ, সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক স্বদেশ, মানবসম্পদবিষয়ক সম্পাদক কাজি সুরাইয়া, পাঠাগার সম্পাদক সিদ্দিকুর, নারীবিষয়ক সম্পাদক সাদিয়া, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোমিন, অনন্যা যুগ্ম সাধারণ সম্পাদক, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক প্রিন্স, সাহিত্য সম্পাদক ফাহিম, অনুষ্ঠান সম্পাদক মুশফিক, উপসাংগঠনিক সম্পাদক তালহা, যুগ্ম সাধারণ সম্পাদক মারিয়া, পাঠচক্রবিষয়ক সম্পাদক সাইফুল, সমাজকল্যাণ সম্পাদক মুহিদ, যোগাযোগ সম্পাদক সিকদার, ক্রীড়া সম্পাদক রিদম, প্রশিক্ষণ সম্পাদক সিয়াম, সোহান, তানবীর, মৃণাল রায়, রিফাত, আনিকা খান চৌধরী, তাইম, মিথিলা, মুগ্ধ, বন্যা, আঁখি , সাকিব, প্রিয়া, মিমসা, নিবিড়, আরমান, মাসুম, তপু, অঞ্জন, মুরাদ, কানন, তামান্না, আয়েশা, তুলি, শাহাদাত, ইভা, সাজ্জাদ, মেহেদী হাসান, রেজাউল, দেবব্রত, মাসুদ রানা, চন্দন, আশা, শাওন, হিমেল, মুতাকাব্বিরু, মহর্ষ্ প্রমুখ।’
সাহিত্য সম্পাদক, গোপালগঞ্জ বন্ধুসভা