গাইবান্ধা বন্ধুসভার পিঠা উৎসব
১৪ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিকেলে পিঠা উৎসব করেন গাইবান্ধা বন্ধুসভার সদস্যরা। বন্ধুসভার সদস্যরা সুবিধাবঞ্চিত প্রায় ৩৫ জন শিশুকে পিঠা খাইয়ে দেন। এসব পিঠার মধ্যে ছিল তেলের পিঠা, পাটিসাপটা, নারিকেলপিঠা ও সবজিপিঠা।

বেসরকারি সংগঠন এভারগ্রিন জুম বাংলাদেশ গাইবান্ধা শাখার সমন্বয়ক মো. মেহেদী হাসান বলেন, ‘শিশুরা এর আগে কখনো এমন আনন্দ–উল্লাসে পিঠা উৎসবে অংশগ্রহণ করেনি। শিশুরা অনেক মজা করেছে পিঠা উৎসবে। এভারগ্রিন জুম বাংলাদেশ ফাউন্ডেশন পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে আসছে।’

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা বন্ধুসভার সভাপতি আবদুর রব, সাধারণ সম্পাদক আলমগীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, প্রচার সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মো. মিল্লাত হোসাইন, কোষাধ্যক্ষ ওবায়দুল রহমান, উপসাংগঠনিক সম্পাদক মো. নাঈম ইসলাম, বিজ্ঞানবিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, তথ্যপ্রযুক্তিবিষয়কসম্পাদক জয়িতা, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক জাকিয়া সুলতানা প্রমুখ।