কিশোরগঞ্জ বন্ধুসভার বন্ধুদের সাজেক ভ্যালিতে ভ্রমণ
১০ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ বন্ধুসভার কয়েকজন বন্ধু সাজেক ভ্যালি ভ্রমণ করেন। তিন দিনের এ ভ্রমণ শেষ হয় ১২ ফেব্রুয়ারি। ভ্রমণে অংশগ্রহণ করেন কিশোরগঞ্জ বন্ধুসভার ছয়জন বন্ধু।

তাঁরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক সাইদা ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজ মারুফ, সাহিত্য সম্পাদক সাবরিনা আইরিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুদীপ্ত মোস্তফা, সমাজকল্যাণ সম্পাদক এনামুল হাসান ও মানবসম্পদবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোস্তাকিম।
বন্ধুরা সাজেক পৌঁছানোর পর প্রথমে রিসোর্ট বুকিং করেন। তারপর তাঁরা কংলাক পাহাড় থেকে প্রকৃতির মনোরম দৃশ্য এবং হেলিপ্যাডে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করেন। একজন বন্ধু বলেন, সাজেকের অপরূপ দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে, বিশেষ করে সূর্যোদয় ও সূর্যাস্ত খুবই উপভোগ্য। বন্ধুরা সাজেক ভ্রমণ করতে পেরে খুব আনন্দিত।
সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ বন্ধুসভা