কেরানীগঞ্জসভার সাংগঠনিক বৈঠক
২ ফেব্রুয়ারি দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে কেরানীগঞ্জ বন্ধুসভার নতুন কমিটির পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
কেরানীগঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি রিয়াজ আহমেদের সভাপতিত্বে সাংগঠনিক সভায় অংশগ্রহণ করেন নবনির্বাচিত কমিটির সভাপতি সায়মন চৌধুরী, সহসভাপতি শহীদুল ইসলাম, আসমা আক্তার, সাধারণ সম্পাদক শাওন আহমেদ, শাহিন সিদ্দিকী, ফেরদৌসী আলম, ইকবাল হোসেন, শাকিল আহমেদ প্রমুখ।
সভাপতি সায়মন চৌধুরী বলেন, ‘আমাদের বন্ধুসভার সামাজিক কর্মকাণ্ড আরও বৃদ্ধি করতে হবে। পাঠচক্র এবং জনগণের সচেতনতায় মাদক, যৌতুক ও বাল্যবিবাহ রোধে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে হবে।’