ড্যাফোডিল বন্ধুসভার পাঠচক্র
৮ নভেম্বর বিকেল ৪টায় ড্যাফোডিল (স্থায়ী ক্যাম্পাস) বন্ধুসভার প্রথম পাঠচক্র অনুষ্ঠিত হয়। নরেন্দ্রনাথ মিত্রের ‘রস’ গল্প পাঠ এবং গল্পটি নিয়ে আলোচনা করেন বন্ধুরা। পাঠচক্র শেষে গান পরিবেশন করেন কয়েকজন বন্ধু। ‘রস’ নরেন্দ্রনাথের এক অনবদ্য সৃষ্টি। গল্পটি নিয়ে বহু নাটক, টিভি সিরিয়াল ও চলচ্চিত্র নির্মিত হয়েছে। হিন্দি চলচ্চিত্র সওদাগর-এ খ্যাতনামা অভিনেতা অমিতাভ বচ্চন অভিনয় করেছেন। গ্রাম্য প্রেক্ষাপটের একটা মামুলি ঘটনা কী করে উঁচুদরের শিল্পোত্তীর্ণ, রসসমৃদ্ধ গল্পে পরিণত হতে পারে, তার উৎকৃষ্ট দৃষ্টান্ত এই ‘রস’।
প্রচার সম্পাদক
প্রথম আলো বন্ধুসভা-ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় (স্থায়ী ক্যাম্পাস)