কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক আড্ডা
কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার নতুন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ক্যাম্পাসের বাবুই চত্বরে। বৈঠকে কমিটির নতুন সদস্যদের পরিচিতি ও আগামী এক বছরের কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি গাজীউল হক সোহাগ, সাবেক সভাপতি মাজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সোহান শেখ, নবনির্বাচিত কমিটি ২০১৯–এর সভাপতি মো. রাসেল, সাধারণ সম্পাদক আফরিন জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক ও ইশতিয়াক আহমেদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, পাঠচক্র সম্পাদক আফরোজা আক্তার, যোগাযোগবিষয়ক সম্পাদক শারমিন জাহান, প্রচার সম্পাদক মোস্তফা কামাল, মানবসম্পদ সম্পাদক নাইম আহমেদ, দপ্তর সম্পাদক সাইম উল আলম, সাহিত্য সম্পাদক ফারজানা আফরোজ, পাঠাগার সম্পাদক জাকিয়া সুলতানা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, অর্থবিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পরিবেশবিষয়ক সম্পাদক মো. রুবেল মিয়া, ক্রীড়া সম্পাদক, মাহমুদুল হাসান, অনুষ্ঠানবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার, বিজ্ঞানবিষয়ক সম্পাদক সুকর্ণা বণিক, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক রিদওয়ানুল ইসলাম।
মিটিংয়ে দেশাত্মবোধক গান ও রবীন্দ্রসংগীত পরিবেশন করেন বন্ধু সুকর্ণা বণিক ও বন্ধু টুম্পা আফরোজ।
সভাপতি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা