কুড়িগ্রাম বন্ধুসভার বনভোজন

২৫ জানুয়ারি কুড়িগ্রাম বন্ধুসভা বনভোজনের আয়োজন করে ধরলা নদীর তীরে। নতুন আর পুরোনো বন্ধুর এক মহামিলনমেলা।

কুড়িগ্রামসভার বনভোজন অনুষ্ঠানে বন্ধুরা
কুড়িগ্রামসভার বনভোজন অনুষ্ঠানে বন্ধুরা


সকাল আটটা থেকে একে একে বন্ধুর আগমনে মুখরিত হতে থাকে বনভোজনের অনুষ্ঠান। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন কুড়িগ্রাম বন্ধুসভার বন্ধু হাসান পলাশ।

কুড়িগ্রাম বন্ধুসভার সাবেক সভাপতি হাসনা বানু বলেন, ‘প্রাণের সংগঠন বন্ধুসভায় আর আগের মতো আসা হয় না। তবে মন পড়ে থাকে তোমাদের সঙ্গে। আবার সেই পুরোনো মুখ একসঙ্গে ফিরে পাই। সঙ্গে পাই নতুন একঝাঁক তরুণ বন্ধু। এটা কেবলই সম্ভব হয় এই বনভোজনের মাধ্যমেই।’

পুরোনো ও নতুন বন্ধুদের মধ্যে সকাল থেকে বিভিন্ন ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক আড্ডা ও শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত করেন কুড়িগ্রাম বন্ধুসভার সভাপতি মোখলেসুর রহমান।