গোপালগঞ্জ বন্ধুসভার শীতবস্ত্র বিতরণ
১৮ জানুয়ারি গোপালগঞ্জে গুচ্ছগ্রামে গোপালগঞ্জ বন্ধুসভার সদস্যরা ১০০ জন শীতার্ত ষাটোর্ধ্ব বৃদ্ধ-বৃদ্ধা মানুষকে শীতের কম্বল ও চাদর বিতরণ করেন। তাছাড়া হতদরিদ্র পরিবারের বাচ্চাদের মধ্যেও শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সভাপতি ইনজারুল হক, সাধারণ সম্পাদক আশিকুর রহমান, প্রসেনজিৎ, মাহবুব শিকদার, ফাহিম সোলায়মান, সাদিয়া হাসান আজাদী, অনিমেষ কুমার, মাহমুদুন নবী সবুজ, মমিন বিশ্বাস, কাজী সুরাইয়া, প্রান্ত দাস, সিদ্দিকুর রহমান, সাইফুল ইসলাম, স্বদেশ, মফিজুর রহমান, রিদম, অনন্যা, পিয়ালী ভট্টাচার্য, এম আর মুগ্ধ, হাসিবুর রহমান শান্ত, শরিফা আক্তার আশা, মাসুম বিল্লাহ, ফয়সাল আহমেদ, আনিকা খান, আয়েশা সাইমা, মিজানুর রহমান ও সৈকত।

সভাপতি, গোপালগঞ্জ বন্ধুসভা