নিবন্ধন সপ্তাহ
আগামী ২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সারা দেশের বন্ধুদের নিবন্ধন ও লাইক প্রতিযোগিতা। কোন বন্ধুসভায় কতজন বন্ধু অনলাইনে রেজিস্ট্রেশন করলেন, তার ওপর নির্ভর করবে কোন বন্ধুসভাকে বিজয়ী ঘোষণা করা হবে। সারা দেশে ১০টি বন্ধুসভাকে বিজয়ী ঘোষণা করা হবে।
আমরা চাই বিভিন্ন বন্ধুসভায় যতজন সদস্য আছেন, তাঁদের সবারই অনলাইনে নাম নিবন্ধন ও লাইক দেওয়া থাকতে হবে।
কার্যকরী কমিটির সদস্যদের লাইক এবং নিবন্ধন না থাকলে সে কমিটি গৃহীত হবে না।
আগামী ৮ জানুয়ারি পর্যন্ত এ নিবন্ধন চলবে।
দন্ত্যস রওশন
সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ
লাইক দিন: www.facebook.com/Bondhushava.PA
নিবন্ধন করুন: bdms.bondhushava.com
লেখা পাঠান: bondhushava@prothom-alo.info
বন্ধুসভার মোবাইল: ০১৯৫৫৫৫২০৮৮