বৃদ্ধ হবে না বন্ধুসভা
প্রথম আলো বন্ধুসভা হাজার বছরেও বৃদ্ধ হওয়ার নয়। কারণ এখানে সব বন্ধুই যে চির যৌবনা।
![কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন](http://media.prothomalo.com/prothomalo%2Fimport%2Fmedia%2F2018%2F11%2F17%2Fe031acd99489f5e8d38f1b15a30b3347-5bf00ceaac3ed.jpg?w=640&auto=format%2Ccompress)
‘শুভ জন্মদিন প্রথম আলো বন্ধুসভা’
বন্ধুসভার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে ঝালকাঠি বন্ধুসভার বন্ধুরা
মহিলা পরিষদের ঝালকাঠি ক্যানটিনের সামনে থেকে শহর প্রদক্ষিণ করার পর কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খায়েরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দাস এবং অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুভাষ চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বন্ধুসভার সভাপতি মো. শাকিল হাওলাদার। উপস্থিত অতিথিরা বন্ধুসভার দীর্ঘজীবনসহ ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সাফল্য কামনা করেন। বন্ধুসভার কয়েকজন বন্ধুও বক্তব্য দেন। তাঁরা বলেন, বন্ধুসভার সব ভালো কাজে সঙ্গে থাকবেন।
![গান পরিবেশন করছেন একজন বন্ধু](http://media.prothomalo.com/prothomalo%2Fimport%2Fmedia%2F2018%2F11%2F17%2Fa5de843d140467d0bc6148fb5b685177-5bf00ce653419.jpg?w=640&auto=format%2Ccompress)
আলোচনা সভা শেষে কেক কেটে মিষ্টি মুখ করা হয়। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বন্ধুসভার বন্ধুরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি অতিথিসহ বন্ধুরা বেশ উপভোগ করেন।