হাওর ভ্রমণ
গত ২০ সেপ্টেম্বর ময়মনসিংহ বন্ধুসভার বন্ধুরা সুনামগঞ্জের হাওর ভ্রমণের আয়োজন করে। দুদিন ব্যাপী এ আয়োজন চলে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। ২০ সেপ্টেম্বর বিকেল ৫টায় বন্ধুরা ময়মনসিংহ থেকে সুনামগঞ্জের হাওরের উদ্দ্যেশে রওনা দেন। রাতে পৌছায় মোহনগঞ্জ । সেখানে ট্রলারের ছাদে চলে গানের আসর। চলে গান আড্ডা।

মধুপুর ঘাটে অবস্থান নিয়ে ট্রলারেই রাত্রি যাপন করেন। ভোর ৪ টায় ট্রলার চলতে শুরু করে টাঙ্গুয়ার হাওর ও ট্যাকের ঘাটের উদ্দেশ্যে। ৬ ঘন্টা অতিক্রম করে সকাল ১০ টায় টেকের ঘাটে পৌঁছেন। টেকের ঘাটে ৩ ঘন্টা অবস্থান করেন। এসময় শিমুল বাগান, যাদুকাটা নদী, বারেক টিলা ও নিলাদ্রি হৃদ পরিদর্শন করেন।

দীর্ঘ সময় ট্রলারে ভ্রমণ শেষে হাওর নিয়ে কুইজের আয়োজন করা হয় এবং তিনজন বন্ধুকে পুরস্কৃত করা হয়।
লেখক: সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বন্ধুসভা