নৌকা ভ্রমণ

গত ২৮ সেপ্টেম্বর, জামালপুর বন্ধুসভা ব্রহ্মপুত্র নদে নৌকা ভ্রমণের আয়োজন করে। জামালপুরের মেলান্দহের ডেফলা সেতু ও ব্রহ্মপুত্র নদের সৌন্দর্য উপভোগ করে বন্ধুরা। সারাদিন আনন্দ আড্ডায় কাটে দিনটি। কেউ গান গেয়ে আবার কেউ কৌতুক বলে আনন্দময় সময় কাটান। দিনব্যাপী এ আয়োজনে ছিল নদীর পাড়ে বেড়ে ওঠা শরৎ এর কাশবনে কাশ ফুলের সৌন্দর্য উপভোগ করা ও বন্ধুদের আড্ডা।

এসময় উপস্থিত ছিলেন সভাপতি সেরাজুম মনিরা জায়ানা, সহসভাপতি নাসরিন সুলতানা ও মেহেদি ফখরুল হাসান, সাবেক সহসভাপতি সোহেল রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, উপ সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, ক্রীড়া সম্পাদক তৌকির আহমেদ, অর্থ সম্পাদক আল হাদী, প্রচার সম্পাদক মোহাইমিনুল ইসলাম প্রমুখ।
লেখক: সাধারণ সম্পাক, জামালপুর বন্ধুসভা