গেলেন মাংস নিয়ে, ফিরলেন লাশ হয়ে
নীলফামারীর সৈয়দপুর উপজেলার চৌমহনীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে আত্মীয়ের বাড়িতে মাংস নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। আজ রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মিজানুর রহমান সৈয়দপুর শহরের বানিয়াপাড়ার বাসিন্দা। তিনি বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী কাম দপ্তরি ছিলেন।
নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, গতকাল বিকেলে কোরবানির মাংস নিয়ে মোটরসাইকেলে করে আত্মীয়ের বাড়ি রওনা হন মিজানুর। সৈয়দপুর-পার্বতীপুর সড়কের চৌমহনীতে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিজানুর রহমান গুরুতর আহত হন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান এ খবরের সত্যথা নিশ্চিত করেছেন।