কুষ্টিয়ায় কোভিডে আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়াল
কুষ্টিয়ায় কোভিডে আক্রান্তের দেড় হাজার ছাড়িয়েছে। তিন মাস ১০ দিনে এত রোগী শনাক্ত হওয়ায় জেলাবাসীর মনে আতঙ্ক বিরাজ করছে। গতকাল বুধবারও জেলায় ৪৮ জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়। কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে কুষ্টিয়ার ১৭৯ টি নমুনা পরীক্ষার ফলাফল পেয়ে গতকাল রাতে সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়।
সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্যে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৩২ জন, দৌলতপুরে ৪ জন, ভেড়ামারায় ৩ জন, মিরপুরে ৬ জন ও কুমারখালীতে ৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ৩৭ জন ও নারী ১১ জন। কুষ্টিয়া জেলায় গতকাল রাত পর্যন্ত কোভিড রোগী শনাক্ত হয় ১ হাজার ৫২৮ জন ।
সিভিল সার্জন কার্যালয় সূত্র আরও জানায়, জেলায় প্রথম ২২ এপ্রিল দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর গত ঈদুল ফিতরের আগ পর্যন্ত মাত্র ৩৪ জনের শরীরে এ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। কিন্তু ঈদের পর থেকে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। তবে এই জুলাই মাসে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে এবং মৃত্যুও হয়েছে সবচেয়ে বেশি।
জেলায় এ পর্যন্ত ৯ হাজার ৯২৯ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ৫২৮ জন কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। মারা গেছেন ৩৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২২ জন। সবচেয়ে বেশি ৮৯১ জন রোগী পাওয়া গেছে সদর উপজেলায়। এখানে মৃত্যুও বেশি, ২৪ জন। সদর উপজেলা ৮৫ শতাংশ রোগীই কুষ্টিয়া পৌরসভার বাসিন্দা। বলা যায়, কুষ্টিয়ায় কোভিড-১৯ হটস্পট (অতি ঝুঁকিপূর্ণ) এই পৌরসভা।
স্বাস্থ্য সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তারা বলছেন, ঈদুল আজহার পর রোগীর সংখ্যা আরও বাড়তে পারে। এবং কুষ্টিয়া পৌরসভায় আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এ জন্য কোভিড-১৯ নিয়ন্ত্রণে এখনই দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।