চুয়াডাঙ্গায় ৩০০ ছাড়াল কোভিড রোগী
চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একজন সদস্য, এক স্বাস্থ্যকর্মীসহ ১০ জন করোনা পজিটিভ হয়েছেন। গতকাল রোববার রাতে কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে তাঁদের নমুনা পরীক্ষার প্রতিবেদন সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। এ নিয়ে জেলায় করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা হলো ৩০২।
নতুন শনাক্ত লোকজনের মধ্যে সাতজন চুয়াডাঙ্গা সদরের, দুজন আলমডাঙ্গার ও একজন দামুড়হুদা উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের একজন কর্মচারী ও বিজিবির এক সদস্য, আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা এবং সাতজন সাধারণ নাগরিক নতুন করে সংক্রমিত হয়েছেন।
জেলা প্রশাসকের অফিশিয়াল ফেসবুক পেজে রোববার রাত ৯টা ২২ মিনিটে জেলার কোভিড-১৯ বিষয়ে সর্বশেষ তথ্য তুলে ধরা হয়। সেখানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলার ৩৪ জনের নমুনা পরীক্ষা করে ১০ জন কোভিড-১৯ রোগী পাওয়া গেছে। এ পর্যন্ত ২ হাজার ৩৪৬ জনের নমুনা পরীক্ষা করে ৩০২ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১৯৬ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৩ জন।