ফরিদপুরে আরও ৬ পুলিশ সদস্য কোভিডে আক্রান্ত
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ১ চিকিৎসক ও ৬ পুলিশ সদস্যসহ আরও ১১৬ জনের করোনভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ হাজার ২৬৮ জন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব থেকে গতকাল রোববার রাতে পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নতুন শনাক্তদের মধ্যে সদরে ৬৮ জন, ভাঙ্গায় ১২, বোয়ালমারীতে ১০, সদরপুর ও নগরকান্দায় ৭ জন করে, আলফাডাঙ্গায় ৫, সালথায় ৪, মধুখালীতে ২ ও চরভদ্রাসনের ১ জন। তাঁদের মধ্যে একজন শিক্ষানবিশ চিকিৎসক রয়েছেন। এ ছাড়া পুলিশ লাইনসসহ বিভিন্ন থানার ৬ জন পুলিশ সদস্য আছেন।
সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, বেশির ভাগ শনাক্ত হওয়া ব্যক্তি বাড়িতে বিচ্ছিন্ন হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তবে কোনো রোগীর অবস্থার অবনতি হলে তাকে করোনা ডেডিকেটেড হাসপাতালে স্থানান্তর করা হবে।