ফরিদপুরে তিন হাজার ছাড়াল কোভিড রোগী
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় চিকিৎসক, পুলিশ ও স্বাস্থ্যকর্মীসহ নতুন করে ১১৮ জনের করোনভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ হাজার ২২ জন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে গতকাল শুক্রবার রাতে এ তথ্য জানা গেছে।
শুক্রবার এই ল্যাবে বিভিন্ন জেলার মোট ৩৭৬ জনের নমুনার পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। ফরিদপুরে ১টি ফলোআপসহ ১১৯ জনের করোনা ধরা পড়েছে।
নতুন শনাক্তদের মধ্যে পুলিশ লাইনস, বিভিন্ন থানা, সিআইডিসহ পুলিশের মোট ১০ জন সদস্য রয়েছেন। স্বাস্থ্যকর্মী আছেন ৬ জন। এ ছাড়া পল্লি বিদ্যুতের ৪ সদস্য, জাতীয় নিরাপত্তা বাহিনীর এক সদস্য ও একজন ব্যাংক কর্মকর্তা রয়েছেন।
১১৮ জনের মধ্যে সদরে ৭২ জন, নগরকান্দায় ১৬, মধুখালীতে ৯, বোয়ালমারীতে ৭, সদরপুরে ৬, সালথায় ৩, ভাঙ্গা ও আলফাডাঙ্গায় ২ জন করে এবং চরভদ্রাসনের ১ জন রয়েছেন। তাঁদের মধ্যে নারী ৩০ জন ও পুরুষ ৮৮ জন।
সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান জানান, বেশির ভাগ রোগী বাড়িতেই বিচ্ছিন্ন হয়ে চিকিৎসাধীন রয়েছেন।