যশোরে চিকিৎসাধীন কোভিড রোগীর মৃত্যু
যশোরে এক কোভিড-১৯ রোগী মারা গেছেন। তাঁর নাম লুৎফর রহমান (৭০)। গতকাল সোমবার বিকেলে যশোরে করোনা সংক্রমিতদের জন্য নির্ধারিত হাসপাতাল গ্রিন ড্রিম লিমিটেডে (জিডিএল) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে যশোরে করোনায় ১১ জন মারা গেলেন।
জিডিএলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পলাশ কুমার দাস বলেন, যশোর উপশহর ই-ব্লক এলাকার লুৎফর রহমান ২৪ জুন এ হাসপাতালে ভর্তি হন। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদ্রোগে ভুগছিলেন। পাশাপাশি তিনি কোভিড-১৯ পজিটিভ ছিলেন। গতকাল বিকেলে সাড়ে চারটার দিকে তিনি মারা যান। স্বাস্থ্যবিধি মেনে মৃতদেহ দাফন করার জন্য তাঁর পরিবারের সদস্যদের বলা হয়েছে।
পলাশ কুমার দাস আরও জানান, বর্তমানে হাসপাতালটিতে ২২ জন কোভিড রোগী চিকিৎসাধীন।
জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত জেলায় মোট করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৫৫৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় যশোরে নতুন শনাক্ত হয়েছেন ৩৯ জন।