নেত্রকোনায় চিকিৎসকসহ ৩৮ জনের করোনা শনাক্ত
নেত্রকোনায় নতুন করে আরও ৩৮ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আছেন। তাঁকে নিয়ে জেলায় এ পর্যন্ত ১৪ চিকিৎসকের করোনা শনাক্ত হলো। জেলায় এখন কোভিড–১৯ রোগীর সংখ্যা ৫১১। গতকাল রোববার রাত ১২টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় এই তথ্য জানিয়েছে।
নেত্রকোনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় প্রথম দুজন কোভিড–১৯ রোগী শনাক্ত হয় গত ১০ এপ্রিল। এর এক মাস ছয় দিনের মাথায় অর্থাৎ ১৬ মে শনাক্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে ১১৩ হয়। ২৩ মে এই সংখ্যা দাঁড়ায় ২০৩। এর ১৬ দিনের ব্যবধানে ৯ জুন আক্রান্ত মানুষের সংখ্যা ৩০০ হয়। গতকাল ৩৮ জন শনাক্ত নিয়ে এই সংখ্যা ৫০০ ছাড়াল।
সিভিল সার্জন মো. তাজুল ইসলাম বলেন, নেত্রকোনায় গত ২ এপ্রিল থেকে গতকাল পর্যন্ত পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ৬০৪টি। এর মধ্যে ৬ হাজার ৪৪৫টির প্রতিবেদন পাওয়া গেছে। তাতে ৫১১ জন কোভিড-১৯ রোগী ধরা পড়েছে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৪৯ জন এবং মারা গেছেন তিনজন।