সিলেটে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসকের মৃত্যু
সিলেটে কোভিড-১৯–এর (করোনাভাইরাস) উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় একজন চিকিৎসক মারা গেছেন। তাঁর নাম গোপাল শঙ্কর দে (৬২)। তিনি মানসিক রোগ বিশেষজ্ঞ ছিলেন। গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে নগরীর বেসরকারি হাসপাতাল মাউন্ট এডোরা হসপিটালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক (জনসংযোগ) মোহাম্মদ রাশেদুল ইসলাম ওই চিকিৎসকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ২১ জুন করোনার উপসর্গ নিয়ে তাঁকে ভর্তি করা হয়েছিল।
করোনা আইসোলেশন ইউনিটের চিকিৎসকের দপ্তর জানায়, করোনার উপসর্গ নিয়ে ২১ জুন গোপাল শঙ্কর দেকে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তাঁর শ্বাসকষ্ট ও সর্দি-জ্বর ছিল। হাসপাতালে ভর্তির আগে প্রথম দফায় তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর দ্বিতীয় দফায় পরীক্ষা করানো হয়েছিল। এ পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক গোপাল শঙ্কর দে সিলেটে পরিচিত একজন চিকিৎসক ছিলেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী চিকিৎসকের সংখ্যা দাঁড়াল ৩।
গত ৫ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মঈন উদ্দিন। করোনায় দেশে প্রথম মৃত্যুবরণকারী চিকিৎসক তিনি।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত শুক্রবার রাত আটটা থেকে গতকাল সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে কোভিড-১৯-এ আক্রান্ত মানুষের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। বিভাগের চার জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৮ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় মারা গেছেন চারজন। চার জেলায় এ পর্যন্ত ৬৬ জনের মৃত্যু হয়েছে।