লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই ছাত্রীর মৃত্যু
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গতকাল মঙ্গলবার কলাগাছ দিয়ে ডাকাতিয়া নদী পার হওয়ার সময় পানিতে ডুবে দুই ছাত্রীর মৃত্যু হয়েছে।
এই দুই ছাত্রী হলো হালিমা আক্তার (১৪) ও লামিয়া আক্তার (৫)। গতকাল সন্ধ্যায় ফায়ার সার্ভিস ও চাঁদপুর থেকে ডুবুরি দল গিয়ে মাঝনদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে। দুপুরে ডাকাতিয়া নদী পার হতে গেলে এই দুর্ঘটনা ঘটে।
রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সালেহ মিন্টু ফরায়জী বলেন, দুই মেয়ে ডাকাতিয়া নদীতে গোসল করতে যায়। এ সময় তারা কলাগাছ দিয়ে নদী পার হচ্ছিল। কিছু দূর যাওয়ার পর কলাগাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পানিতে ডুবে যায় তারা। হালিমা উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের হারুন সর্দারের মেয়ে ও জনতা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। লামিয়া একই এলাকার আবদুল কাদের আখনের মেয়ে ও শিশু শ্রেণির ছাত্রী ছিল।
রায়পুর উপজেলার হাজিমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ এ খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।