সৈয়দপুরে পুলিশসহ ৪ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নীলফামারীর সৈয়দপুরে নতুন করে ৩ পুলিশ সদস্যসহ চারজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মো. আলেমুল বাসার।


এই চারজনের মধ্যে সৈয়দপুর স্টেশন সংলগ্ন জিআরপি থানার ২ পুলিশ সদস্য ও সৈয়দপুর থানার এক পুলিশ সদস্য এবং সৈয়দপুর প্লাজার এক ওষুধ ব্যবসায়ী আছেন।


শনাক্তদের সৈয়দপুর ও নীলফামারী হাসপাতালের আইসোলেশন ইউনিটে নেওয়া হয়েছে। গত ৩০ মে তাদের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে গতকাল রাত পর্যন্ত উপজেলার মোট ২৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার বলেন, নমুনা পরীক্ষার ফল জানার পর ওইসব ব্যক্তি ও তাদের আশপাশের বাড়ি লকডাউন করা হয়েছে।