ধনু নদে নিখোঁজের ৫ দিন পর একজনের লাশ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নেত্রকোনার খালিয়াজুরিতে ধনু নদে নৌকাডুবিতে নিখোঁজের পাঁচ দিন পর সুনীল দাসের (৫০) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে লেপসিয়া লঞ্চঘাট এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।


সুনীল দাস লেপসিয়া এলাকার বাসিন্দা।


স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বেলা ১১টায় মোহনগঞ্জের গাগলাজুর এলাকা থেকে ইঞ্জিনচালিত ছোট নৌকায় করে সাতজন যাত্রী পাশের খালিয়াজুরির লেপসিয়া এলাকায় যাচ্ছিলেন। প্রচণ্ড বাতাস ও ঢেউয়ে ধনু নদে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা তীরে উঠতে পারলেও নৌকার মাঝি সুনীল দাস এবং মোহনগঞ্জের গাগলাজুর এলাকার রহমত মিয়ার স্ত্রীর শারমিন আক্তার (৩৫) নিখোঁজ হন। গতকাল স্থানীয় লোকজন লেপসিয়া লঞ্চঘাট এলাকায় লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটি সুনীল দাসের বলে তাঁর স্বজনেরা শনাক্ত করেন।

খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে সুনীল দাসের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর নিখোঁজ শারমিন আক্তারের মরদেহ উদ্ধার করতে পুলিশ সন্ধান চালাচ্ছে।