খুলনায় বিষাক্ত পানীয় পানে দুজনের মৃত্যু
খুলনায় বিষাক্ত পানীয় পানে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
ওই দুজন হলেন নগরের সোনাডাঙ্গা মডেল থানা এলাকার ময়লাপোতা হরিজন কলোনির অরুণ দাস ও নীলা দাস।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার দুপুরে অরুণ দাস ও নীলা দাস স্পিরিট–জাতীয় বিষাক্ত পানীয় পান করেন। অরুণ গতকাল দুপুরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় নীলাকে প্রথমে শিবসা নার্সিং হোমে নেওয়া হয়। সন্ধ্যার দিকে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য তাঁদের মরদেহ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার অনল রায় বলেন, বিষাক্ত পানীয় পানে দুজনের মৃত্যু হয়েছে।