করোনামুক্ত হয়ে অফিসে নারায়ণগঞ্জের সিভিল সার্জন
করোনাভাইরাসে আক্রান্ত নারায়ণগঞ্জ জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ সুস্থ হয়ে অফিস করেছেন। ২৫ দিন পর গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত অফিস করেন তিনি।
সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ প্রথম আলোকে বলেন, করোনামুক্ত হওয়ার পর তিনি রোববার প্রথম অফিস করেছেন। তবে অসুস্থ অবস্থায় বাড়িতে আইসোলেশনে থাকার সময় মুঠোফোনে চিকিৎসাসেবা–সংক্রান্ত বিভিন্ন কাজ করেছেন।
গত ৯ এপ্রিল নারায়ণগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে তিনি তাঁর বাড়িতে আইসোলেশনে ছিলেন। তাঁর জায়গায় জেলা সিভিল সার্জনের দায়িত্ব দেওয়া হয় স্বাস্থ্য বিভাগের ঢাকা বিভাগীয় সহকারী পরিচালক (প্রশাসন) চৌধুরী ইকবাল বাহারকে। গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার প্রথম নমুনা পরীক্ষায় তাঁর করোনা নেগেটিভ আসে। গত ২৫ এপ্রিল পুনরায় তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। ওই পরীক্ষায় তাঁর করোনা নেগেটিভ আসে। এরপর তাঁকে করোনামুক্ত ঘোষণা করা হয়।
করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে নারায়ণগঞ্জকে চিহ্নিত করেছে আইইডিসিআর। গত ৮ এপ্রিল থেকে করোনা পরিস্থিতির কারণে নারায়ণগঞ্জ জেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হয়। গতকাল রোববার পর্যন্ত নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৮ জনের। সরকারি কর্মকর্তা, র্যাব–পুলিশসহ ১ হাজার ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।