বরগুনা আরেক নারীর করোনা শনাক্ত, বাড়ি লকডাউন
বরগুনার আমতলী উপজেলায় নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আমতলী পৌর এলাকার ওই নারীর আক্রান্তের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীন গতকাল শুক্রবার রাতে তাঁর বাড়ি লকডাউন করে দিয়েছেন। এ নিয়ে বরগুনা জেলায় ৩১ জন করোনায় আক্রান্ত হলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আমতলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ওই গৃহবধূর দুই ছেলে ঢাকায় লেখাপড়া করেন। গত মার্চ মাসের শেষের দিকে ওই ছেলেরা ঢাকা থেকে বাড়িতে আসেন। ২০ এপ্রিল ওই গৃহবধূর করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। তাঁর শরীরের অবস্থা খারাপ দেখে পরিবারের সদস্যরা গত বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে চিকিৎসা নেন। ওই দিনই হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইসিডিআর) পাঠিয়ে দেয়।
গতকাল রাত সাড়ে ১০টার দিকে তাঁর নমুনার পরীক্ষার প্রতিবেদন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। ওই প্রতিবেদনে উল্লেখ আছে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল রাতে গৃহবধূর আক্রান্তের খবরে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাতেই ইউএনও মনিরা পারভীন তাঁর বাড়ি লকডাউন করে দিয়েছেন। ওই গৃহবধূ নিজ বাসার আইসোলেশনে আছেন।
এ নিয়ে আমতলী উপজেলার করোনাভাইরাসে আটজন আক্রান্ত হয়েছে। ৯ এপ্রিল আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি করোনায় আক্রান্ত হয়ে মারা যান। সেই সময় থেকে বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ আমতলী উপজেলাকে লকডাউন ঘোষণা করেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী বলেন, ওই গৃহবধূকে বাসায় আসইসোলেশনে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। ইউএনও মনিরা পারভীন বলেন, ওই গৃহবধূর বাড়ি লকডাউন করা হয়েছে।