নাটোরেও মিলল করোনা রোগী, একসঙ্গে আটজন শনাক্ত
নাটোরে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। প্রথমবারেই একসঙ্গে আটজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১০টায় আইইডিসিআর থেকে এ তথ্য জানানো হয় বলে নিশ্চিত করেছেন নাটোরের সিভিল সার্জন মিজানুর রহমান।
সিভিল সার্জন মিজানুর রহমান গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোক জানান, ঢাকা (আইইডিসিআর) থেকে তাঁকে জানানো হয়েছে, নাটোর জেলা আর করোনামুক্ত থাকল না। ২২ ও ২৩ এপ্রিল নাটোর থেকে পাঠানো নমুনার মধ্যে আটজনের করোনাভাইরাস সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে। রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগে আটজনের পজিটিভ আসার পর সেগুলো আইইডিসিআর এ পাঠানো হয়েছিল। সেখানেও এগুলো পজিটিভ এসেছে।
সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানিয়েছে, আক্রান্ত আটজনের মধ্যে সিংড়া উপজেলায় পাঁচজন, গুরুদাসপুরে দুজন ও নাটোর সদরে একজন রোগী শনাক্ত হয়েছে। তবে আক্রান্তরা বর্তমানে কে কোথায় অবস্থান করছেন, তা জানা যায়নি।
সিভিল সার্জন মিজানুর রহমান জানান, ঢাকা থেকে তাঁকে ই-মেইলে বিস্তারিত জানানো কথা বলা হয়েছে। আজ বুধবার সকালে বিস্তারিত জানানো হবে।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, আজ সকালে আক্রান্ত ব্যক্তিদের অবস্থান জানার পর পরবর্তী করণীয় কী হবে, তা আলোচনা করে ঠিক করা হবে।