ফেনীতে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া ব্যক্তির করোনা 'নেগেটিভ'
ফেনীতে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। নমুনা পরীক্ষার প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেন।
মারা যাওয়া ব্যক্তির নাম নুরের নবী (৬০)। তিনি ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা। নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফিরে তিনি জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবার নিজ বাড়িতে মারা যান তিনি।
সিভিল সার্জন সাজ্জাদ হোসেন বলেন, ওই ব্যক্তি নারায়ণগঞ্জের একটি মাছের আড়তে চাকরি করতেন। সেখান থেকে গত ২৪ মার্চ ফেনীতে নিজের বাড়ি আসেন। কয়েক দিন আগে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ার খবর পেয়ে ফেনী স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। বৃহস্পতিবার বিকেলে তাঁকে ঢাকায় নেওয়ার জন্য বাড়িতে অ্যাম্বুলেন্স পাঠায় তার। পরিবারের সদস্যরা সেটি ফেরত পাঠায়। বৃহস্পতিবার রাত আটটার দিকে তিনি মারা যান।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে নমুনা সংগ্রহ করা হয়। তা পরীক্ষার জন্য শুক্রবার সকালে চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে (বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ) পাঠানো হয়েছিল। সেখান থেকে পরীক্ষার প্রতিবেদন ফেনী সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয় শুক্রবার রাতে। তাতে নিশ্চিত হয়, নুরের নবী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাননি।
বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ও জেলা করোনা কমিটির সদস্যসচিব সাজ্জাদ হোসেন বলেন, এ পর্যন্ত ফেনীর ৩৯ জনের নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে পাঠানো হয়েছে। তার মধ্যে ৩৬ জনের প্রতিবেদন ‘নেগেটিভ’ এসেছে। বাকি তিনজনের পরীক্ষার ফল এখনো জানা যায়নি।