গাজীপুরে একই ঘরে তিনজনের লাশ
গাজীপুর মহানগরের পানিশাইল এলাকার একটি বাড়িতে একই ঘরে তিনজনের লাশ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
মহানগরের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান সকাল পৌনে ১০টার দিকে প্রথম আলোকে বলেন, তাঁরা বিষয়টি নিশ্চিত হয়েছেন। খবর পেয়ে তিনি একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। পুরো ঘটনাটি খতিয়ে দেখছেন।