এক শিশুর চোখে করোনাভাইরাস
সারা বিশ্বেই তাণ্ডব চালাচ্ছে নতুন করোনাভাইরাস। বাংলাদেশেও এসে গেছে। পরিবর্তন আসছে আমাদের জীবনাচরণে। সরকারের পক্ষ থেকে সবাইকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এই নতুন করোনাভাইরাস নিয়েই বেশ কিছু ছবি এঁকেছে মেহেরপুরের তাসনিম আলম রামিসা। তার বয়স ১৫ বছর। সে একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। মেহেরপুরের জিনিয়াস ল্যাব স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে সে। নতুন করোনাভাইরাস নিয়ে বেশ কিছু ছবি এঁকেছে সে। ছবিগুলো প্রথম আলোতে পাঠিয়েছে রামিসা।
রামিসার মা শারমিন সেলিনা আজহার জেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা। তিনি জানালেন, তাঁর মেয়ের শখ হচ্ছে ছবি আঁকা। ২০১৭ সালে ‘কিশোর আলো’র আয়োজনে ‘বাবুর সাইকেল’ নামের একটি ছোট গল্প লিখে সেরা লেখক নির্বাচিত হয়েছিল রামিসা।
রামিসার বাবা জাহাঙ্গীর আলম একটি বেসরকারি ব্যাংকের জেলা ব্যবস্থাপক। তিনি প্রথম আলোকে বলেন, বাক্প্রতিবন্ধী রামিসা চার বছর বয়স থেকে ছবি আঁকা শুরু করে। সে কবিতা ও ছোটগল্প লেখে। এরই মধ্যে ছবি আঁকায় মেহেরপুরের স্থানীয় কয়েকটি পুরস্কার পেয়েছে সে।
এক ঝলকে দেখে নেওয়া যাক ছবিগুলো: