টাঙ্গাইলে সিমেন্টবোঝাই ট্রাক উল্টে নিহত ৫, আহত ১১
টাঙ্গাইল শহরের বাইপাসে সিমেন্টবোঝাই একটি ট্রাক উল্টে পাঁচজন নিহত হয়েছেন। আহত ১১ জন। আজ শনিবার সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মো. কামাল হোসেন জানান, আজ সকালে টাঙ্গাইল শহর বাইপাসে দুর্ঘটনা ঘটেছে। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাকটি সকাল ছয়টার দিকে শহর বাইপাসের কান্দিলা নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর ট্রাকটি রোড আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার মধ্যেই উল্টে যায়। এতে সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।
কামাল হোসেন জানান, হতাহত ব্যক্তিদের নাম–পরিচয় এখনো জানা যায়নি। তাঁরা সবাই শ্রমজীবী মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় মালবাহী ট্রাকে করে গন্তব্যে যাচ্ছিলেন।