নির্মাণসামগ্রী বোঝাই ট্রলি খাদে, চালকসহ নিহত ২
চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মাণসামগ্রী বোঝাই একটি ট্রলি খাদে পড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত একজন।
গতকাল বুধবার রাত ১০টার দিকে লোহাগাড়ার চুনতির নলবনিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ট্রলিচালক মো. ইসমাইল (৩৮) ও নির্মাণশ্রমিক আবদুল হাকিম (৪৫)।
ইসমাইলের বাড়ি কক্সবাজারের চকরিয়ার উত্তর হারবাং কোরবানিয়া ঘোনা এলাকায়। বাবার নাম এখলাছ উদ্দিন।
আবদুল হাকিমের বাড়ি হারবাং এলাকায়। বাবার নাম সোলতান আহমদ।
আহত ব্যক্তির নাম মো. আমিন। তিনি নির্মাণশ্রমিক। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গত রাতে লোহাগাড়ার বটতলী থেকে নির্মাণসামগ্রী বোঝাই করে দুজন শ্রমিকসহ ট্রলিটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে বান্দরবানের আজিজনগরের দিকে যাচ্ছিল। রাত ১০টার দিকে নলবনিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। ট্রলিটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে নির্মাণশ্রমিক আবদুল হাকিম ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চালক মো. ইসমাইল মারা যান। গুরুতর আহত মো. আমিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসির আরাফাত প্রথম আলোকে বলেন, ট্রলি খাদে পড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রলিটি জব্দ করা হয়েছে।